কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Friday, August 19, 2011

মোবাইল ফোনে চালু হচ্ছে ‘এমএনপি’ সুবিধা

Cox's bazarTutorial:
মোবাইল ফোনে চালু হচ্ছে ‘এমএনপি’ সুবিধা। নিজের ফোন নম্বর ঠিক রেখে অপারেটর বদল করা যাবে, তিন মাসের মধ্যে বাংলাদেশেও চালু হতে যাচ্ছে এই সেবা।মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করার সুবিধা তথা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) ব্যবস্থা।

বিশ্বের বেশ কয়েকটি দেশে এ সুবিধা রয়েছে। এমএনপি চালু হলে এক অপারেটরের নম্বরে অন্য অপারেটরের সংযোগ নেওয়া যাবে। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবে, দ্বিধা ছাড়া সেই অপারেটরের সংযোগ নিতে পারবে। এ জন্য নিজের ফোন নম্বরটিও পাল্টাতে হবে না। এই সেবার বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে বিটিআরসিতে প্রজেকশন চলছে। আইসিএন-এর মাধ্যমে সেবাটি চালু হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে নতুন করে সংযোগ নিতে হবে না। আইসিএন-এ তাদের যে সংযোগ রয়েছে সেটাই কাজে লাগানো যাবে। তবে এ জন্য আইসিএনগুলোকেও প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহ ও সংযুক্ত করতে হবে। বাংলাদেশে এমএনপি সেবা চালু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়নে যে নীতিমালা চূড়ান্ত হতে যাচ্ছে তাতে এমএনপি সেবার বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৬২টি দেশে এমএনপি সেবা চালু হয়েছে। বাংলাদেশে আইসিএন অপারেটরের সংখ্যা তিন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites