কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Thursday, November 18, 2010

আপনার নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন


আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫ শতাংশএবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হয়:
প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান-এ যান এবং টাইপ করুন regedit. তারপর ড়শ ক্লিক করুনরেজিস্ট্রি এডিটর চালু হবে
তারপর খুঁজুন HKEY_LOCAL_MACHINE
এরপর যান software-তারপর microsoft>windows এ যান current version-এ যানএরপর এখান থেকে explorer-এ যানremote computer-এ যান এরপর যান namespace শবু-তে
এবার দেখুন এই namespace শবু-এর মধ্যে দুটি ভ্যালু আছে
প্রথমটি “{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}” যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়
দ্বিতীয়টি “{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}”. একে বলে শিডিউল রিমোট টাস্কআপনি এই দ্বিতীয় ভ্যালুটি ডিলেট করুন
দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছেআপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয়, তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বেআর ভ্যালু দুটি ডিলেট করার আগে export করে নিনযখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নেবেন রেজিস্ট্রিতেএভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতেন পারেন
পুরো প্রসেস ছোট করলে দাঁড়ায় এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.


2 comments:

ধন্যবাদ উজ্জ্বল ভাই ,

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites