কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, April 29, 2017

জিবনের প্রথম দিন মানে জন্মদিন

Cox's bazarTutorial : আলহামদুলিল্লাহ আজ আমার জন্মদিন এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম,
আজ সেই দিনজিবনের প্রথম দিন মানে জন্মদিনএই দিনটি প্রতিটা বছর একবার দেখা দিয়ে চলে যাইআর সাথে সাথে জবনের হিসাব থেকে একটি বছর মাইনাস হয়ে যায়আমি নিজেও  বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির আমি যেন আমরা হয়ে মানুষের জন্য কিছু করতে পারি সেটা হচ্ছে আমার ভিশন এবং মিশন,  অবশেষে আপনারা আমার জন্য দোয়া করবেনযাতে এই ছোট্ট জীবনের আমার সব আশা আল্লাহ্ পূর্ণ করে দেয়। সবাই ভাল থাকুনসুস্থ থাকুনঅবিরল আনন্দ থাকুন এই কামনা রইল ,


আর আজ আমার জন্মদিনে যারা আমাকে ইনবক্সেপোস্টে  বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন
তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্থস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা















Friday, April 22, 2016

আমি নিশ্চিত, ফেসবুক মেসেঞ্জারে এ ১০টি অপশন জানা নেই আপনার

Cox's bazarTutorial: বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম ফেসবুক। আর এই ফেসবুক ম্যাসেঞ্জার প্রায় সবাই ব্যবহার করে থাকেন। তবে ম্যাসেঞ্জারের ব্যবহারবিধি কতজন জানেন? অনেকে হয় তো শুধু চ্যাটিং পর্যন্তই সীমাবদ্ধ। এর বাইরে অনেকে কিছুই জানেন না।
ফেসবুক ম্যাসেঞ্জারে ১৩টি এমন ফিচার রয়েছে যেগুলি সম্পর্কে চট করে টের পাওয়া খুবই মুশকিল। যাঁরা টেকস্যাভি, এ সব তাঁদের বাঁ হাতের খেল হতে পারে। তাই বলে সকলেই জানেন, এমনটাও নয়। তাহলে আসুন জেনে নিই কি কি সেগুলো?

১। কোথাও ফেঁসে গিয়েছেন? নিজের লোকেশন জানাতে চান বন্ধুকে? স্রেফ লোকেশন আইকন চাপুন। ২। বন্ধুদের নিজের মতো করে নাম দিতে চান? তা-ও সম্ভব। নোটিফিকেশন্‌স-এ
গেলেই ‘নিকনেম’ অপশন পাবেন। বাকিটা জলবৎ তরলম।
৩। বন্ধুর সঙ্গে দাবা খেলতে চান? চ্যাট বক্সে গিয়ে @fbchess টাইপ করুন। ৪। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বোর্ডিং পাস দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তা-ই নয়, ফ্লাইট সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায় মেসেঞ্জারে। কে বলতে পারে, এই রাস্তা অন্য এয়ারলাইন্সগুলি নেবে না?
৫। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি বন্ধুর হয়ে পেমেন্টও করতে পারেন। তিনটি ডট-এ ক্লিক করে ‘পেমেন্টস’ অপশন বেছে নিন। প্রথমবার পেমেন্টের জন্য ডেবিট কার্ডের সঙ্গে কানেক্ট করতে হবে।
৬। প্রতিটি কথোপথনের রং পাল্টাতে পারবেন। ‘কনট্যাক্ট’-এ গিয়ে ‘চেঞ্জ কালার’ অপশন পাবেন। ৭। বন্ধুর মন খারাপ? মুড ভাল করতে চান? চ্যাট-এ গিয়ে @dailycute টাইপ করুন। দেখুন কী হয়!
৮। ধরা যাক, স্বামী বা স্ত্রীর পাশে বসে বন্ধুর সঙ্গে তেড়ে তার সমালোচনা করছেন চ্যাটে। মাঝে একবার উঠেছেন, কোনও কাজে গিয়েছেন। প্রিভিউ সমালোচিত ব্যক্তির চোখে পড়ে গেল! ভাবতে পারছেন, কী হবে? সেটিংস-এ যান, নোটিফিকেশনস প্রিভিউ অফ করে দিন।
৯। এবারে একটি বাস্কেটবল ইমোজি পাঠিয়ে দেখুন বন্ধুকে। দু’জনে মিলে খেলতে পারবেন বাস্কেটবল। ১০। এবং সব শেষে, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। মেসেঞ্জার ইনস্টল করে ফোন নম্বর দিয়ে লগ-ইন করুন।

Thursday, April 21, 2016

আবুধাবীতে দেশীবয়েজ এর প্রথম বর্ষ্পুর্তি -দেখে নিন নতুন প্রজম্ন

 প্রথমে ডাউনলোড করেন নিন দেশিবয়েজ এর প্রথম ম্যাগাজিন।
জাহাঙ্গির কবির বাপ্পিঃ  কিংবা দেশের বাইরে বাংলাদেশীরা যেখানেই থাকেন না কেন বুকে ধারন করেন লাল সবুজের পতাকা। দেশের মাঠি থেকে দূরে থাকলে ও মা মাঠি মানুষের আকছে পড়ে থাকে তাদের মন।দেশের সাথে তার এই যে নাড়ীর বন্ধন তার টানেই তিনি যেখানেই যান না কোন চার পাশে একটি মিনি বাংলাদেশ সৃজন করে।

গত ৮ এপ্রিল আবুধাবীর কেরালা স্যোসাল সেন্টারে হয়ে গেল আবুধাবী ভিত্তিক প্রবাসি সামাজিক সংস্কৃতি সংগঠন দেশী বয়েজ মিডিয়া ই'উ'র প্রথম বর্ষ্পুর্তি উতসব।এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনাই প্রধান অতিথি ছিলেন আবুধাবীস্থ বাংলাদেশ দুতবাসের প্রথম সচিব জসিম উদ্দিন। জন্তা ব্যাংক ই'উ'র মহা-ব্যবস্থাপক ইসমাইল হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সোশাল ক্লাব দুবাই'র সভাপতি নওশের আলি দেশী বয়েজ মিডিয়ার প্রধান উপদেষ্টা এম এ কুদ্দুস দেওয়ান, সিনিয়র উপদেষ্টা জাহাঙ্গীর কবির বাপ্পি, বিমান বাংলাদেশ এয়ারলাইন এর রিজিয়নাল ম্যানাজার ইকবাল আহমেদ চৌধুরী, দেশীবয়েজ মিডিয়ার সাধারণ সম্পাদক আমির মোহাম্মেদ সহ আন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্টানে দেশীবয়েজ মিডিয়ার বর্ষ্পুর্তির কেক কাটা হয় এবং সংগটনের প্রতিষ্টাবার্ষীকি স্নারক প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। এতে সধীনতার সুর্যসৈনিক দুই মুক্তিযুদ্দা, সেরা সংবাদ কর্মী হিসেবে জাহাঙ্গীর কবির বাপ্পি, সেরা ফটোগ্রাপার হিসেবে বোরহান উদ্দিনকে, সফল প্রবাসী বানিজ্যিক উদ্দোক্তাদের সম্মননা প্রদক প্রদান করা হয়। দেশিবয়েজ মিডিয়ার টিম ছাড়া ও অনুষ্টানে টিম৭১, আন্টিভাইরাস, ব্যান্ড দন্তস্য, শিল্পি পাভেল আব্দুল্লাহ, ও কাইছার হামিদ, ক্ষুদে শিল্পী আরশী,সাইদা, নাহিদা, হ্যাপি, অপু সহ অন্যান্য শিল্পীদের গান নাচ কৌতুক। ফ্যাশন শো, দর্শকদের মনমুগ্ধ করে রাখে।


দেশীবয়েজ মিডিয়ার বর্ষ্পুর্তি অনুষ্টানের মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন ও দেশের খবর। র‍্যাফেল ড্র'র মাধ্যমে অনুষ্টান শেষ হয়। পুরো অনুষ্টানের প্রানবন্ত সঞ্ঝালনা করেন সাকোয়াত হসেন বকুল ও তানভীর শোভন।
নিচে ভিডিওতে দেখে নিন দেশীবয়েজ মিডিয়ার প্রথম বর্ষ্পুর্তির অনুষ্টান

Friday, February 22, 2013

১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ


Cox's bazarTutorial: র্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে প্রচলিত আইনেই ১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ টিমএর মধ্যে রয়েছে সোনার বাংলা ব্লগ এবং বাঁশের কেল্লা ও ধর্মকারী নামের ফেইসবুক পেইজ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিডি-সিএসআইআরটি) আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক দল বিবেচনায় নয়, প্রচলিত আইনেই ব্লগ বা ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হচ্ছে।”
রাষ্ট্রীয়, সমাজ বা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এ ধরনের লেখা ও ছবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিডি-সিএসআইআরটি সব সময় কাজ করে বলে জানান তিনি।
গত শনিবার সোনার বাংলা নামে একটি ব্লগ বন্ধ করে দেয় বিটিআরসি।
ব্লগার রাজীব খুনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে সোনার বাংলা ব্লগে একটি পোস্ট থেকে হুমকি দেয়ার কথা জানায় শাহবাগের আন্দোলনকারী ব্লগাররা।
স্থপতি রাজীব গত শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনে খুন হন। রাজীবের স্বজন ও ব্লগাররা বলছেন, জামায়াত-শিবির কর্মীরা এই খুনের সঙ্গে জড়িত।
গত বছরের ২৫ জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করে বিটিআরসি। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে এই টিম সে সময় থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করে।
একই বছরের ২২ এপ্রিল থেকে contact@csirt.gov.bd ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেয়া শুরু হয়। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিটিআরসি।
বাংলাদেশে ২০১০ সালের ২৯ মে প্রথমবারের মতো ফেইসবুক ব্লক করেছিল সরকার। তবে কয়েকদিন পর তা খুলে দেয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তির আরো সংবাদ 

Friday, November 23, 2012

শারীরিক সম্পর্কের চেয়েও ফেইসবুক এর আকর্ষণ বেশি

Cox's bazarTutorial:

যৌনতা ও সিগারেটের চেয়েও বেশি মোহনীয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার।সম্প্রতি ইউনিভার্সিটি অফ শিকাগোর এক গবেষণায় জানা গেছে এমনি চমকপ্রদ খবর।গবেষকরা ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের রেকর্ড পর্যবেক্ষণ করে। জার্মানির প্রায় ২৫০ ইন্টারনেট বাবহারকারী এতে অংশগ্রহণ করেন। তারা জানান, ফেইসবুক বা টুইটারে কোনকিছু শেয়ার করার জন্য তারা যেভাবে উদগ্রীব থাকেন, যৌনতা বা সিগারেট তাদের অতোটা আকর্ষণ করে না।১৮ থেকে ৮৫ বছর বয়সি অংশগ্রহণকারীরা জানান, তারা দিনে কম করে হলেও সাতবার এসব সাইটে যান এবং সপ্তাহে প্রায় ১৪ ঘণ্টা ফেইসবুক বা টুইটারে কাটান।
আইফোরইউ এর গবেষণায় দেখা গেছে, এখন ফেইসবুক, টুইটার বা অন্যান্য সোশাল নেটওয়ার্ক অনেকটা নেশায় দাঁড়িয়ে গেছে। সহজলভ্যতা ও স্বল্প খরচ এর মূল কারণ বলে গবেষণায় জানানো হয়।

সাবধান গুগল প্রতিনিয়ত সরকারকে তথ্য দিচ্ছে

Cox's bazarTutorial: টাইটানই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার-এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের টেনিসিতে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির ক্রে নামক প্রতিষ্ঠান এ কম্পিউটারটি নির্মাণ করেছে। খবর এনডিটিভির। সর্বশেষ আবিষ্কৃত কম্পিউটারের চেয়ে দশগুণ দ্রুতগতির এ সুপারকম্পিউটারটির স্মৃতি ৭১০ টেরাবাইট এবং তা সেকেন্ডে ১৭.৫৯ হাজার ট্রিলিয়ন গণনার কাজ করতে পারবে। টাইটান জলবায়ু পাঠের জন্য ভিডিও গেমের নম্বর কাঞ্চ করতে ব্যবহূত হয়। এর আগের দ্রুতগতির কম্পিউটার জাগুয়ারের মালিকানাও যুক্তরাষ্ট্রের দখলে ছিল।

সাবধান গুগল প্রতিনিয়ত সরকারকে তথ্য দিচ্ছে

Cox's bazarTutorial:
 ইন্টারনেট বিশ্বের মানুষগুলোর ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়মিত নজরদারি রাখছে গোয়েন্দাসংস্থাগুলো। সম্প্রতি সিআইএ প্রধানের ইমেইলও এফবিআই তদন্তের আওতায় আসছে। মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টে নজরদারি সবার জন্য অস্বস্তিকর বলেই মন্তব্য করেছে গণমাধ্যমগুলো। তবে অবাক করার মতো প্রতিবেদন প্রকাশ করেছে গুগল। এ প্রতিবেদনে উল্লেখ, এ বছরের প্রথম ছয়মাসে বিশ্বব্যাপী সরকারের পক্ষ থেকে নিজ নিজ দেশের ইন্টারনেট ভোক্তাদের তথ্য চেয়ে ২০ হাজার ৯৩৮টি অনুরোধপত্র এসেছে। এর মধ্যে ৩৪ হাজার ৬১৪টি ইমেইল অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালেও ২৫ হাজার ৩৪২টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে গুগলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার। এ বছর সবচেয়ে বেশি অনুরোধ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। এ ছাড়াও ভারত, ব্রাজিল এবং ফ্রান্সের কথা গুগলের প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ হয়েছে। গুগল যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে জানিয়েছে, এ বছরের অর্ধেক সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকার ৭ হাজার ৯৬৯ বার অনুরোধ জানিয়ে পত্র দিয়েছে। এখানে ১৬ হাজার ২৮১টি অ্যাকাউন্টের তথ্য গুগলকে সরবরাহ করতে হয়েছে। এদিকে গুগল থেকেও গ্রাহকদের বিভিন্ন সময়ে অপরাধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। অপরাধমূলক তথ্য ইন্টানেটে আপলোড, আপত্তিজনক ছবি, গোপণ নথি প্রকাশ করাকেও গুগল নিরুৎসাহিত করে আসছে। এ সম্পর্কে গুগল সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, এ বছর বিভিন্ন সরকার প্রধানদের পক্ষ থেকে ১ হাজার ৭৯১টি অনুরোধ এসেছে অনলাইন থেকে বিভিন্ন কনটেন্ট সরিয়ে ফেলার। গত বছর এর সংখ্যা ছিল ৯৪৯টি। এ তালিকায় অন্য সব দেশের তুলনায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল তুর্কি। তারা এ বছর ইউটিউব থেকে ৪২৬টি ভিডিও, ব্লগারদের ব্লগ সাইট, সরকারের বিপক্ষে প্রচারসহ বিভিন্ন কনটেন্ট মুছে ফেলার অনুরোধ জানানো হয়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে আদালতের দারস্থ হয়েছে। এ বছর স্থানীয় সরকার প্রধানের বিরুদ্ধে ইন্টারনেটের সব তথ্য আদালতের নির্দেশক্রমে গুগলকে ৭টি ভিডিও ইউটিউব থেকে মুছে ফেলা হয়। প্রসঙ্গত, গুগল ২০১০ সাল থেকে প্রতিবছর এমন বিশ্লেষনধর্মী প্রতিবেদন প্রকাশ করে আসছে।
তথ্য সূত্রঃ ইন্টারনেট

ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকতে সরকারের নির্দেশ ।

Cox's bazarTutorial: ফেসবুক ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের
পরামর্শ দিয়েছে সরকার । আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয় । এতে বলা হয়, সাধারণ ও শান্তিপ্রিয় ফেসুবক ব্যবহারকারীদের উদ্দেশ্যমূলকভাবে বিপদগ্রস্ত করার
লক্ষ্যে ইচ্ছা করলে অন্য কেউ যেকোনো আপত্তিকর ছবি বা মন্তব্যে তাঁকে যুক্ত করতে পারে । এ বিষয়ে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে । সম্প্রতি কক্সবাজারের
রামুতে ফেসবুকের একটি ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ফেসবুকে প্রায়ই আপত্তিকর অনেক পোস্টে অনেককে ট্যাগ করা হচ্ছে।
সমস্যা সমাধানে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রত্যেককে তাদের
নিজ অ্যাকাউন্টের ব্যক্তিগত
নিরাপত্তা বা গোপনীয়তা এমনভাবে করার সুপারিশ করেছেন, যাতে খুব সহজে যে কেউ ট্যাগ করতে না পারে ।

Saturday, December 31, 2011

ফেসবুক কীভাবে মুনাফা করবে-এটাও গুরুত্বপূর্ণ’

Cox's bazarTutorial:


 শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চায় ফেসবুক শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এটির কর্মকর্তারা। জানা গেছে, এ লক্ষ্যে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৮ মাস ধরেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব কথার সত্যতা পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাত্কারে জাকারবার্গ জানান, ‘একটা সময় মাইক্রোসফটের একচেটিয়া জয়জয়কার ছিল এবং তখন প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ঘরে ঘরে ডেস্কটপ পৌঁছে দেয়া।’ এ বিষয়টি থেকে অনুপ্রাণিত হয়ে জাকারবার্গও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ফেসবুককে এগিয়ে নিতে চান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকেই শেয়ারবাজারে প্রবেশের কথা রয়েছে ফেসবুকের। ওই আইপিও শেয়ারের পরিমাণ হতে পারে এক হাজার কোটি ডলার। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভিন্ন কথা। ফেসবুকের ব্যাপকতা থাকলেও প্রতিষ্ঠান হিসেবে এটি বেশ নবীন। এ জন্য তথ্যপ্রযুক্তি খাতে আগে থেকে প্রতিষ্ঠিত অন্য রাঘব বোয়ালদের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এসব রাঘব বোয়ালের মধ্যে রয়েছে অ্যাপল ইনকরপোরেটেড ও মাইক্রোসফট করপোরেশন। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে জাকারবার্গ ও ফেসবুকের অন্য কর্মকর্তাদের সাক্ষাত্কার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, প্রযুক্তিবাজারে প্রভাব বিস্তারের জন্য নিখুঁত প্রযুক্তি নিয়েই আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রস্তুতি হিসেবে এক বছর ধরে প্রান্তিক অনুযায়ী আয়-ব্যয়ের ব্যাপারে বিশ্লেষকদের সম্ভাব্য প্রশ্নের নমুনা উত্তর তৈরি করছেন ফেসবুক নির্বাহীরা। এমনকি শেয়ারবাজারের আইপিও আনার জন্য তারা গোপনে একটি প্রসপেক্টাসও তৈরি করেছেন। অথচ এ ধরনের কাজ সাধারণত ব্যাংকাররাই করেন। এ সম্পর্কিত একটি সূত্র আরও জানায়, প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা ডেভিড ইবারসম্যান পেশাদারি মনোভাব নিয়েই প্রতি প্রান্তিকে ফেসবুকের আয়-ব্যয়ের নিরীক্ষা করছেন। অন্য দুটি প্রতিষ্ঠান গ্রুপন ও জিংগারের মতো হিসাবের স্বচ্ছতার জন্য জিজ্ঞাসাবাদের সম্মুখীন না হতেই এ উদ্যোগ বলে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তির রাজ্য সিলিকন ভ্যালিভিত্তিক আইপিও পরামর্শক লিস বায়ার বলেন, ফেসবুকের আওতা বিশাল, ব্র্যান্ড হিসেবেও অবস্থান অনেক ভালো। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানেরই ভালো ও খারাপ দুই ধরনের সময়ই আসে। প্রতিকূল পরিবেশে ফেসবুক কীভাবে মুনাফা করবে- এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চায় ফেসবুক
বণিক বার্তা ডেস্ক
শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চায় ফেসবুক শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এটির কর্মকর্তারা। জানা গেছে, এ লক্ষ্যে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৮ মাস ধরেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব কথার সত্যতা পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাত্কারে জাকারবার্গ জানান, ‘একটা সময় মাইক্রোসফটের একচেটিয়া জয়জয়কার ছিল এবং তখন প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ঘরে ঘরে ডেস্কটপ পৌঁছে দেয়া।’ এ বিষয়টি থেকে অনুপ্রাণিত হয়ে জাকারবার্গও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ফেসবুককে এগিয়ে নিতে চান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকেই শেয়ারবাজারে প্রবেশের কথা রয়েছে ফেসবুকের। ওই আইপিও শেয়ারের পরিমাণ হতে পারে এক হাজার কোটি ডলার। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভিন্ন কথা। ফেসবুকের ব্যাপকতা থাকলেও প্রতিষ্ঠান হিসেবে এটি বেশ নবীন। এ জন্য তথ্যপ্রযুক্তি খাতে আগে থেকে প্রতিষ্ঠিত অন্য রাঘব বোয়ালদের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এসব রাঘব বোয়ালের মধ্যে রয়েছে অ্যাপল ইনকরপোরেটেড ও মাইক্রোসফট করপোরেশন। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে জাকারবার্গ ও ফেসবুকের অন্য কর্মকর্তাদের সাক্ষাত্কার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, প্রযুক্তিবাজারে প্রভাব বিস্তারের জন্য নিখুঁত প্রযুক্তি নিয়েই আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রস্তুতি হিসেবে এক বছর ধরে প্রান্তিক অনুযায়ী আয়-ব্যয়ের ব্যাপারে বিশ্লেষকদের সম্ভাব্য প্রশ্নের নমুনা উত্তর তৈরি করছেন ফেসবুক নির্বাহীরা। এমনকি শেয়ারবাজারের আইপিও আনার জন্য তারা গোপনে একটি প্রসপেক্টাসও তৈরি করেছেন। অথচ এ ধরনের কাজ সাধারণত ব্যাংকাররাই করেন। এ সম্পর্কিত একটি সূত্র আরও জানায়, প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা ডেভিড ইবারসম্যান পেশাদারি মনোভাব নিয়েই প্রতি প্রান্তিকে ফেসবুকের আয়-ব্যয়ের নিরীক্ষা করছেন। অন্য দুটি প্রতিষ্ঠান গ্রুপন ও জিংগারের মতো হিসাবের স্বচ্ছতার জন্য জিজ্ঞাসাবাদের সম্মুখীন না হতেই এ উদ্যোগ বলে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তির রাজ্য সিলিকন ভ্যালিভিত্তিক আইপিও পরামর্শক লিস বায়ার বলেন, ফেসবুকের আওতা বিশাল, ব্র্যান্ড হিসেবেও অবস্থান অনেক ভালো। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানেরই ভালো ও খারাপ দুই ধরনের সময়ই আসে। প্রতিকূল পরিবেশে ফেসবুক কীভাবে মুনাফা করবে— এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।

Wednesday, December 14, 2011

ইয়াহু মেইলে বাংলা

Cox's bazarTutorial:


 এবার বাংলা ভাষায় মেইল সুবিধা দিচ্ছে ই-মেইল প্রভাইডার ইয়াহু। মেইল সার্ভারটির নতুন সংস্করণ ব্যবহার করলে এখন থেকে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, কান্নাডা, তেলেগু, মালায়ালাম, মারাঠি এবং গুজরাতি ভাষায় ব্যবহার করা সম্ভব হবে।মেইলের সর্বশেষ সংস্করণটিতে আটটি ভারতীয় আঞ্চলিক ভাষাসহ মোট ২২টি ভাষা যুক্ত করায় এবার ইয়াহুমেইলে ব্যবহারযোগ্য ভাষার সংখ্যা দাঁড়ালো ৪৬টিতে।
ইয়াহু ইন্ডিয়ার একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দি ইকোনোমিকস টাইমস।’
ভাষা সুবিধার পাশাপাশি ইয়াহু মেইলের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে ফেসবুক, ইয়াহু গ্রুপ এবং ইয়াহু মেইল অ্যাকাউন্ট ও অন্যান্য ই-মেইল প্রভাইডার থেকে আসা মেইলের তাৎক্ষণিক জবাব দেয়ার সুবিধা। এছাড়াও এর ‘আপডেট ট্যাব’ ব্যবহার করে সামাজিক নেটওয়ার্ক সাইট টুইটার, ফেসবুক এবং জিংগা থেকে বন্ধুদের স্ট্যাটাস ভিউ দেখার পাশাপাশি তার আপডেট শেয়ার করা যাবে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites