কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Wednesday, August 17, 2011

সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে কঠোর হচ্ছে গুগল প্লাস !!!

Cox's bazarTutorial:
আরশাভিন রনি,  গুগল প্লাস তাদের ব্যবহারকারীদের সঠিক তথ্য সরবরাহে চাপ দেয়ার কথা বলেছে। যেসব ব্যবহারকারী ভুয়া নাম এবং তথ্য ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে নতুন সামাজিক যোগাযোগ এর নেটওয়ার্ক গুগল প্লাস। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সম্প্রতি ফেসবুক এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।গুগল যদি তথ্য পায় কোন ব্যবহারকারী ভুয়া নাম এবং তথ্য ব্যবহার করেছে তবে গুগল সঠিক তথ্য প্রদানের জন্য ৪ দিনের সময় দিবে।
এই সময়ের মধ্যে সঠিক তথ্য না দিলে গুগল প্রোফাইলটি বন্ধ করে দিতে বাধ্য হবে। সৌরভ শর্মা(প্রোডাক্ট ম্যানেজার অফ গুগল টিম) নতুন এই নিয়মটির কথা জানান।প্রতিষ্ঠানটি থেকে বলা হয়,বাস্তবিক জগতের মতোই এটি মানুষের সাথে মানুষের সংযোগ স্থাপনে চেষ্টা করে যাচ্ছে। আর এজন্যই গুগল প্লাস তাদের ব্যবহারকারীদের সঠিক তথ্য দেয়ার কথা বলেছেন।সাধারণ নাম ব্যবহারের নীতির ক্ষেত্রে সম্ভাব্য সকল ভুল তথ্য এড়াতে নতুন এ নিয়ন্ত্রণটি করা হয়েছে।অতীতেও যে সকল ব্যবহারকারী ভুল তথ্য দিয়েছে এবং তা প্রমানিত হওয়ার পর প্রতিষ্ঠানটি তাদের আইডি ব্লক করে দিয়েছিল।তারপরও তাদের প্রোফাইল পুনরুদ্ধারে আবেদনের সুযোগ ছিল।কিন্তু এখন থেকে সেই আবেদনের কোন সুযোগ থাকবেনা।(এমএসএন নিউজ রিপোর্ট)শর্মা বলেছেন,যদি আমরা দেখি যে প্রোফাইলের নাম এবং তথ্য আমাদের নীতির সাথে সামঞ্জস্য নয় তবে আমরা ঐ ব্যবহারকারীর প্রোফাইল বন্ধ করে দিতে বাধ্য হব। তথ্যটি ইতিমধ্যে ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ এর সৃষ্টি করেছে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites