কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Sunday, August 7, 2011

Cox's bazarTutorial:
হ্যালো টুডে নিউজ : ডেইলি মেইল অনলাইনের এক খবরে উল্লেখ করা হযেছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বিপণন প্রধান ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন র্যান্ডি জাকারবার্গ ফেসবুক থেকে পদত্যাগ করেছেন।
দীর্ঘ ছয় বছর ফেসবুকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন র‌্যান্ডি ।গত তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এসেই র্যান্ডি পদত্যাগপত্র জমা দিলেন। এখন নিজেই ফেসবুকের চেয়ে আরও ভালো সামাজিক একটি যোগাযোগের মাধ্যম তৈরি করতেই তাঁর এই পদত্যাগ। তিনি রটজ মিডিয়া নামে নতুন একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন বলে জানা গেছে।
র‌্যান্ডি জুকারবার্গ বলেন, ‘ফেসবুকের বাইরে এসে কাজ করার জন্য এটাই আমার উপযুক্ত সময়। এ ক্ষেত্রে আরও বেশি সামাজিক, আরও বেশি আধুনিক কাজ করা যাবে।’

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites