কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Wednesday, August 17, 2011

রমজানের সময় সম্পর্কে কিছু তথ্য এবং আর ও কিছু জানার বিষয়।


Cox's bazarTutorial:

রমজানের সময়সূচি বা ক্যালেন্ডার
মাত্র কয়েক ক্লিকেই বের করে ফেলুন পৃথিবীর যে কোনো স্থানের সাহরি, ইফতার কিংবা তারাবির নামাজের সময়সূচি।
প্রথমেই নিচে প্রদত্ত সাইটটিতে ক্লিক করুন
http://www.islamicity.com/ PrayerTimes/
এবার যে পৃষ্ঠাটি খুলবে তাতে আপনি যে শহরে থাকেন তার নাম এবং দেশের নাম লিখুন।
এবার রমজান ক্যালেন্ডার সিলেক্ট করে ক্লিক করুন। এরপর আপনাকে রমজানের সময়সূচি জানিয়ে দেবে।
এভাবে পৃথিবীর যে কোনো শহর (অবশ্যই প্রধান) এবং দেশ সিলেক্ট করে আপনারা পেতে পারেন পবিত্র রমজানের ক্যালেন্ডার বা সময়সূচি।
সঠিক উচ্চারণে সহজে কোরআন শিক্ষা
এটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা কোরআন শিক্ষার একটা বই। সঠিক উচ্চারণে সঠিক নিয়মে কোরআন শিখুন। বইটিতে আরবি বর্ণমালা থেকে শুরু করে ধাপে ধাপে সঠিক উচ্চারণে কোরআন শিক্ষার জন্য বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বইটি ডাউনলোড করুন http://www. banglabooks.tk/2010/07/how-to-learn-quran-in-simple-way.html সাইট থেকে।

কোরআন শরীফের সূরাভিত্তিক বাংলা অনুবাদ
পবিত্র কোরআন শরীফ অর্থসহ পড়ুন। সম্পূর্ণ কোরআন শরীফের বাংলায় অনুবাদ পিডিএফ ফাইল আকারে আছে। এছাড়া প্রতিটি সূরা আলাদা করে পড়ার ব্যবস্থা আছে। তাই রমজানের এই দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন।
http://www.banglabooks.tk/2010/08/al-quran-bangla-translation-by-dr.html
সাইটে ক্লিক করুন।
আবার যারা অনলাইনে বেশি সময় কাটান, তারা ইন্টারনেটেই পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন। এজন্য নিচের লিঙ্কগুলো কাজে লাগবে। http://www.mumenoon.net/bangeli/http:// tanzil.info
ফায়ারফক্সে জেনে নিন সাহরি ও ইফতারির সময়সূচি
খুব সহজে আপনার ভরত্বভড়ী-এ একটি টুলবার ইনস্টল করে জেনে নিন বাংলাদেশী সময়ে সাহরি ও ইফতারের সময়সূচি। এর সঙ্গে আরও পাবেন বাংলা রেডিও, পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা ছাড়াও স্বয়ংক্রিয় ই-মেইল নোটিফিকেশন, চ্যাট করা, ফুটবল গেম খেলা, ইউটিউব, ক্রিকইনফো এবং আবহাওয়ার তথ্য।
চমত্কার এই সাইটটির ঠিকানা-bdtransportinfo.ourtoolbar.com

সাহরি এবং ইফতারের এসএমএস অ্যালার্ট
রমজান মাসে সাহরি এবং ইফতারের জন্য গুগল ক্যালেন্ডার চালু করেছে বিডি ক্যালেন্ডার। ফলে সাহরি এবং ইফতারের সময় বা নির্দিষ্ট সময় আগে মোবাইলের জন্য এসএমএস অ্যালার্ট চালু করা যাবে। এজন্য গুগলে অ্যাকাউন্ট থাকতে হবে। বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে http://bdcalendar.blogspot.com/2010/08/ramadan.html সাইট থেকে। এসএমএস অ্যালার্ট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে Get Free SMS Alert বাটনে ক্লিক করলে।

ওয়েবসাইটে রমজানের ফজিলত
রমজানের ফজিলত সংক্ষেপে জানতে নিচের দুটি বাংলা ওয়েবসাইট দেখতে পারেন—
http://www.islamhouse.com/p/53920 Ges
http://articles.ourislam.org/articles/445/1/aaaa-aaaa-aaaaaaaaaa-aaaa-aaaaa/Page1.html

ডাউনলোড করুন জাকাত ক্যালকুলেটর
রমজান মাসে ফরজ জাকাত দেয়ার ফজিলত অনেক বেশি। কিন্তু কতটুকু জাকাত দেবেন তা জানেন কি? তাই সহজে জাকাতের হিসাব করতে নিচের লিঙ্ক থেকে জাকাত ক্যালকুলেটর ডাউনলোড করুন।
http://www.ramadan.com.au/component/docman/c
at_view/37-downloads/125-calculators

নেটেই আরবি বর্ণমালা শেখা
ইন্টারনেটে রয়েছে ছোট্ট সোনামণিদের আরবি বর্ণমালা শেখার একটি ফ্লাশ ফাইল। এই ফাইলটির সাইজ মাত্র ৫১৭ কেবি। এর বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারণ বলে দেয়। সাইটটির ডাউনলোড লিঙ্ক হলো—
http://www.mediafire.com/file/9z55rs015qxad7v/learning%20Arabic%20letters.zip

বাংলায় সার্চেবল কোরআন সাইট
কোরআন শরীফ পড়ে সবাই একরূপ জ্ঞান অর্জন করে না। প্রত্যেক কোরআন পাঠক তার যোগ্যতা ও অবস্থা অনুযায়ী জ্ঞান অর্জন করে। তবে কোরআনকে বোঝার জন্য আরবি ভাষাজ্ঞান জরুরি হলেও মাতৃভাষায় অনূদিত কোরআন সহায়ক ভূমিকা পালন করে। যার আরবি জানা নেই সে অন্তত তার মাতৃভাষায় অনুবাদ পড়বে। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি, বরং এ থেকে জ্ঞান ও হেদায়েত আহরণের জন্য নাজিল হয়েছে। নতুন একটি
 বাংলায় সার্চেবল কোরআনের সাইট .িধষিধফ.ংরঃব১১.পড়স. এখানে আরবির
পাশাপাশি বাংলায় কোরআনের অনুবাদ পাবেন এবং ফোনেটিক বাংলায় যে কোনো শব্দ কোরআনে খুঁজতেও পারবেন। ধরুন আপ
নি ‘সালাত’ শব্দটি টাইপ করে সার্চ দিলেন, তখন যেসব আয়াতে সালাত শব্দটি রয়েছে সারা কোরআন খুঁজে শুধু সেই আয়াতগুলো বের করে আপনার সা
মনে উপস্থিত করবে।

ভিডিওতে দেখুন নামাজ পড়ার নিয়ম
আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ার সময় আমরা অনেক ছোট ছোট ভুল করে ফেলি। মসজিদে মাঝেমধ্যে চোখে পড়ে সিজদার সময় পা দুটো মাটি থেকে পৃথক করে ফেলে, বসাটি শুদ্ধ হয়নি ইত্যাদি ইত্যাদি। এসব ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের নামাজ হয় না। এসব বিষয়ে বিস্তারিত জানতে এই সাইটটি ঘুরে আসতে পারেন— http:// forum.ashefaa.com/ showthread.php?p =935431 আবার এমন একটা সাইটের কথা বলব যেখান থেকে নামাজ পড়ার নিয়ম ভিডিওতে দেখতে পারবেন। এর জন্য প্রথমে http://www. chillyoislamyo.com/how-to-pray-salat-hanafi-madhab এই লিঙ্কে প্রবেশ করুন এবং ভিডিওটি চালু করুন।

বাংলা ইসলামী গান ডাউনলোড
কয়েকটি বাংলা ও আরবি ইসলামী সঙ্গীত এই রোজার মাসে আপনার মনকে প্রফুল্ল করে দিতে পারে। তেমনি কয়েকটি ইসলামী এমপিথ্রি গান আশা করি ভালো লাগবে। যেমন—
১. দিন দুনিয়ার মালিক তুমি : http://www.mediafire.com/?a5n735sbhh91wwj
২. হে রাসুল (সা.) : http://www.mediafire.com/?93ckphkqp1ncgdz
৩. ফেইথ বাই হাসান আল বন্যা : http://www.mediafire.com/?a8l3zahwep87237
৪. হামদ এ ইলাহি : http://www.mediafire.com/?2mo6juij6fd62r0
৫. আল্লাহ তুমি অপরূপ: http://www.mediafire.com/?42j9q25nkj224kp
৬. আমার মনের সকাল (এমপিথ্রি) : http://www.mediafire.com/?n400em6c9tlp64e

ইসলাম বিষয়ক আরও কিছু বাংলা সাইট
এত সব ছাড়াও ইন্টারনেটে রয়েছে অসংখ্য ইসলামভিত্তিক ওয়েবসাইট। তবে ইন্টারনেটে ইসলামী বাংলা ওয়েবসাইটও রয়েছে সেখানেও সময় কাটাতে পারেন। এরকম কিছু সাইটের ঠিকানা হলো—
www.banglakitab.com
www.islamdharma.com
www.banglaislam.com
www.ummah.com

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites