কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Saturday, August 20, 2011

জনপ্রিয় হয়ে উঠেছে গুগল ক্রোম

Cox's bazarTutorial:শায়লা ইসলাম তন্বি : ইন্টারনেট এক্সপ্লোরারের পর মজিলা ফায়ারফক্স খুব দ্রুতই জনপ্রিয় হয়েছে তার কিছুদিন পরই গুগল ক্রোম খুব দ্রুতই সকলের মন জয় করে নিয়েছে,


দ্রুত গতি সম্পন্ন এই ব্রাউজারে আছে অত্যাধুনিক নানারকম ফিচার।আর নানা রকম সুযোগ সুবিধা।যা এতোদিন ছিল স্বপ্নই।দেরি না করে এখনি জেনে নিন গুগল ক্রোমের নিউ ফিচার গুলু আর ঝটপট ডাউনলোড করে নিন গুগল ক্রোম।https://chrome.google.com/webstore ক্রোমের এই ওয়েবস্টোরে গিয়ে বেছে নিন প্রয়োজনমত ফিচার, কচিকাচাঁদের ইন্টারনেট থেকে বিরত রাখতে পাসওয়ার্ড দেওয়ার সুবধা থেকে হাজার হাজার ফিচার রয়েছে। চাইলেই আ্যড ব্লকার দিয়ে ইয়াহু আর জিমেইলের বিরক্তিকর আ্যড বন্ধ করতে পারেন,ছোট বাচ্চাদের জন্য ডাউনলোড করে নিতে পারেন কিডজ টিভি,এছাড়া আছে স্বয়ংক্রিয় ভাষা অনুবাদক। অতএব ভুল করে কোনো চাইনিজ বা ইন্দোনেশিয়ান পেইজে ঢুকে পরলেও নিজে নিজেই সেটি পরিবর্তন হয়ে ইংলিশে ধরা দিবে আপনার গুগল ক্রোম। ব্যবহার করা অত্যন্ত সহজ,এবং এবং দ্রুত গতি সম্পন্ন এই ব্রাউজারটি আপনি সাজিয়ে নিতে পারেন মনের মত থিমে।আবহাওয়ার খবর,গেইম,মিউজিক,নিউজ,মুভি কি নেই এখানে! প্রায় সব ব্রাউজারে আ্যাড্রেস বার এবং সার্চ ইন্জিন থাকে আলাদা,কিন্তু গুগল ক্রোমে সার্চ ইন্জিন এবং আ্যাড্রেস বার একই অতএব যা দেখতে চান উপরে সার্চ বারে লিখলেই এসে যাবে যা আপনি চান।গুগল ক্রোম, ব্রাউজিং করে দিয়েছে অত্যন্ত সহজ,দ্রতগতিসম্পন্ন।

1 comments:

গুগলের সকল ব্যবস্থা সবার সবচেয়ে পছন্দনীয় ।মেইল সার্ভিস থেকে শুরু করে তারা অনলাইন বন্ধুত্বে পর্যন্ত একধাপ এগিয়ে । আর এজন্যই তো গুগল আমার সবচেয়ে প্রিয় ওয়েবসাইট । গুগলের সকল ব্যবস্থা সবার সবচেয়ে পছন্দনীয় ।মেইল সার্ভিস থেকে শুরু করে তারা অনলাইন বন্ধুত্বে পর্যন্ত একধাপ এগিয়ে । আর এজন্যই তো গুগল আমার সবচেয়ে প্রিয় ওয়েবসাইট ।

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites