কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Saturday, August 20, 2011

ফেইসবুকের ‘লাইক’ বাটন ও ফ্যান পেইজ নিষিদ্ধ করলো জার্মান সরকার

Cox's bazarTutorial:ফেইসবুকের ‘লাইক’ বাটন নিষিদ্ধ করেছে জার্মান সরকার।রাজ্যের তথ্য সংরক্ষণ কমিশনার টিলো ভাইশার্ট শুক্রবার রাজ্যের ওয়েবসাইট মালিকদের সামাজিক যোগাযোগ সাইটগুলো থেকে সব ফ্যান পেজ এবং ‘লাইক’ বাটন বাদ দেওয়ার জন্য নির্দেশ দেন।ভাইশার্ট শুক্রবারের ওই বিবৃতিতে বলেন,

ফেসবুক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সার্ভারে তথ্য পাচার করে জার্মান এবং ইউরোপিয়ান তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে।তিনি আরও বলেন, ‘যদি কেউ ফেসবুক ব্যবহার করেন, তাহলে ফেসবুক কোম্পানি তাকে দুই বছর ধরে নজরে রাখে। এমনকি তারা শুধু এই কাজের জন্য স্বতন্ত্র বোর্ডও তৈরি করেছে।’
অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা ইউরোপীয় তথ্য সংরক্ষণ আইন পুরোপুরি মেনে চলে।এক কর্মকর্তা বলেন,আমরা শুধু ব্যবহারকারীর ইন্টারনেট ঠিকানা (আইপি অ্যাড্রেস) দেখতে পাই এবং যারা লাইক বাটনটি ক্লিক করছেন তাদের আইপিও দেখতে পাই। আমাদের কৌশলগত তথ্য ৯০ দিনের মধ্যে ধ্বংস করে ফেলি।
কিছুদিন আগেই ক্রিশ্চিয়ান ফন বোয়েটিশের নামে একজন পার্টি সদস্য পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাষ্ট্রীয় অনেক তথ্য ফেইসবুকে দিয়ে দিয়েছেন যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এরপর সামাজিক যোগাযোগ সাইটের ভূমিকা নিয়ে জার্মানিতে ব্যাপক বিতর্কের ঝড় ওঠে। জার্মান সংবাদমাধ্যমগুলো অভিযোগ করা শুরু করে যে পার্টি সদস্যরা ফেইসবুকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয় এবং তারা কাজের সময়ের চেয়েও বেশি সময় দেয় ফেইসবুকে।
ভাইশার্ট ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আবেদন জানিয়ে বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবেন এবং ফেইসবুকে একাউন্ট খুলবেন না।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites