কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Tuesday, August 23, 2011

হার্ডডিস্কের নতুন সংস্করণঃ কাচের হার্ডডিস্ক

Cox's bazarTutorial:
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা কাচের তৈরী হার্ডডিস্ক ড্রাইভে তথ্য সংরক্ষনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আর তাঁরা এই কাজটি করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। তাঁরা এই কাজটি করতে লেজার রশ্মি ব্যবহার করেছেন। তাদের মতে কাচের তৈরী হার্ডডিস্কটি আগের হার্ডডিস্ক এর চাইতে অনেক বেশী স্থায়ী ও স্থিতিস্থাপক । এখনকার হার্ডডিস্ক গুলো কম টেকসই তা মাত্র এক বা দুই দশকের তাপমাত্রার কারনে নষ্ট হয়ে যায়।
বিষ্ময়কর হলে ও সত্যি যে, নতুন আবিষ্কৃত এই কাচের তৈরী মেমরী একহাজার ৮০০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। ফলে একশ বছর পর ও এটিতে তথ্য থেকে যাবে। আর এটি পানিতে নষ্ট হবে না।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites