কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Thursday, August 11, 2011

প্রবাসীদের অভিযোগ জানানোর ওয়েব সাইট!

Cox's bazarTutorial:
অভিবাসীরা বিভিন্ন পর্যায়ে দেশ-বিদেশে হয়রানির শিকার হচ্ছেন। বু্যরো অব ম্যানপাওয়ার, ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) তার নিজস্ব চারটি লেবার কোর্টে সালিশ বিচারের মাধ্যমে অভিবাসীদের অধিকার রক্ষা করে আসছে। এবার প্রত্যন্ত অঞ্চলে বা বিদেশে থাকা কমর্ীরা যেন সরাসরি উপস্থিত না হয়েও তাদের অভিযোগ বিএমইটিতে দায়ের করতে পারেন, সেজন্য চালু করা হয়েছে অনলাইন অভিযোগ ওয়েবসাইট। এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক ও ডিএফআইডির আরপিপি প্রকল্পের আওতায় ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) কারিগরি সহযোগিতায়। অনলাইন পদ্ধতিতে যে কোন প্রতারিত ব্যক্তি পৃথিবীর যে কোন প্রান্তে বসে বিএমইটিতে অভিযোগ করতে পারবেন। শুধু তাই নয়, তার অভিযোগের সর্বশেষ ফলাফলও জানতে পারবেন। এর মাধ্যমে অভিবাসীরা অনেক ধরনের প্রতারণার অভিযোগ জানাতে পারবেন। ভুক্তভোগীদের অভিযোগ করতে হলে http://www.ovijogbmet.org ওয়েবসাইটে ঢুকে অভিবাসী শ্রমিক বা তার পক্ষে যে কেউ অভিযোগ করতে পারবেন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites