Cox's bazarTutorial:
রায়হানুর রহমান তানভীর : যতই দিন গড়াচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি পরিধি ততই বিস্তৃত হচ্ছে।জাপানিদের সাম্প্রতিক্কালের বেশ কিছু আবিষ্কার যেন তারই ইঙ্গিত দেয় ।এবার তারা উপহার দিল “এয়ারকন্ডিশন জ্যাকেট- Kuchofuku”।
আমরা জানি,সাধারনত শীতের হাত থেকে রক্ষা পেতে জ্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হল এই যে , এটি সম্পূর্ন বিপরীত কাজের জন্য। এই জ্যাকেট পরিধান করে অনায়াসে প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে।মূলত এই জ্যাকেটে ভিন্ন দুইটি ফ্যান যুক্ত করা হয়েছে। ফ্যান দুইটি দিয়ে জ্যাকেটের ভিতরে বাতাস প্রবাহ করা হয়। এক্ষেত্রে বাতাস প্রবাহের গতি নিয়ন্ত্রন করা যায়।
চলতি বছরের মার্চ মাসে জাপানে ভয়ংকর ভূমিকম্প ও টিসুনামি আঘাত হানে। তারপর সে দেশের বিদ্যুৎখাত চরম হুমকির মুখে পরে। বৈদ্যুতিক ঘাটতি মেটাতে এসির বিকল্প হিসেবে তারা অতি অল্প সময়ের মধ্যেই বিকল্প হিসেবে এই জ্যাকেট আবিস্কার করে সফলতা পেয়েছেন। ইতিমধ্যে জাপানের শহস্রাধিক কোম্পানীর কর্মীরা এই জ্যাকেট ব্যবহার করছেন। আশা করা যায়, জাপানের চাহিদা মিটিয়ে শীঘ্রয় তারা এই জ্যাকেট অন্যান্য দেশে রপ্তানী করতে পারবেন।
এই জ্যাকেটের বর্তমান মূল্য ১১,০০০ ইয়েন (১৪০ ডলার)।
এছাড়াও তারা জামা ও প্যান্টেও এই প্রযুক্তি (পরীক্ষামূলক) ব্যবহার করছেন।
রায়হানুর রহমান তানভীর : যতই দিন গড়াচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি পরিধি ততই বিস্তৃত হচ্ছে।জাপানিদের সাম্প্রতিক্কালের বেশ কিছু আবিষ্কার যেন তারই ইঙ্গিত দেয় ।এবার তারা উপহার দিল “এয়ারকন্ডিশন জ্যাকেট- Kuchofuku”।
আমরা জানি,সাধারনত শীতের হাত থেকে রক্ষা পেতে জ্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হল এই যে , এটি সম্পূর্ন বিপরীত কাজের জন্য। এই জ্যাকেট পরিধান করে অনায়াসে প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে।মূলত এই জ্যাকেটে ভিন্ন দুইটি ফ্যান যুক্ত করা হয়েছে। ফ্যান দুইটি দিয়ে জ্যাকেটের ভিতরে বাতাস প্রবাহ করা হয়। এক্ষেত্রে বাতাস প্রবাহের গতি নিয়ন্ত্রন করা যায়।
চলতি বছরের মার্চ মাসে জাপানে ভয়ংকর ভূমিকম্প ও টিসুনামি আঘাত হানে। তারপর সে দেশের বিদ্যুৎখাত চরম হুমকির মুখে পরে। বৈদ্যুতিক ঘাটতি মেটাতে এসির বিকল্প হিসেবে তারা অতি অল্প সময়ের মধ্যেই বিকল্প হিসেবে এই জ্যাকেট আবিস্কার করে সফলতা পেয়েছেন। ইতিমধ্যে জাপানের শহস্রাধিক কোম্পানীর কর্মীরা এই জ্যাকেট ব্যবহার করছেন। আশা করা যায়, জাপানের চাহিদা মিটিয়ে শীঘ্রয় তারা এই জ্যাকেট অন্যান্য দেশে রপ্তানী করতে পারবেন।
এই জ্যাকেটের বর্তমান মূল্য ১১,০০০ ইয়েন (১৪০ ডলার)।
এছাড়াও তারা জামা ও প্যান্টেও এই প্রযুক্তি (পরীক্ষামূলক) ব্যবহার করছেন।







0 comments:
Post a Comment