কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Saturday, August 13, 2011

আধুনিক প্রযুক্তির কল্যাণে চোর পাকড়াও

Cox's bazarTutorial:
 ঘটনাটি ঘটেছিল বিসিএস কম্পিউটার সিটির একটি দোকানে। দোকানটিতে দেখা যায় হঠাত একটি ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাচ্ছেনা। অনেক খোঁজাখুঁজির পর ও এর কোনো খোজ পাওয়া গেল না । দোকানটিতে নিরাপত্তার স্বার্থে লাগানো ছিল সিসি ক্যামেরা। এরপর দোকানে লাগানো সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা থেকে ধারনকৃত ভিডিও ফুটেজ বের করে দেখতে দেখতে একসময় কম্পিউটার লাপাত্তা হওয়ার দৃশ্য পাওয়া গেল। তারপর দেখা যায় দোকানে ল্যাপটপ দেখার সময় এক ছেলে কৌশলে ল্যাপটপটি চুরি করে নিয়ে যায়। এরপর সেই ভিডিও ফুটেজ থেকে ছেলেটির ছবি বের করে দোকানের সব কর্মীর হাতে দেওয়া হয় যাতে পরবর্তিতে দেখলে চিনতে পারে । এর ঠিক চার মাস পরে সেই ছেলে আবার ওই দোকানে এলে একজন বিক্রয়কর্মী তাকে শনাক্ত করেন। এরপর সে ল্যাপটপ চুরির দায় শিকার করে নেয় । এভাবেই আধুনিক প্রযুক্তির কল্যাণে চুরি হয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করা সম্ভব হয়েছিল।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites