Cox's bazarTutorial:
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, বাতাস থেকে শক্তি আহরণ করেই চলবে মোবাইল ফোন। শুধু মোবাইলের ব্যাটারিই বাতাসে চার্জ হবে না একই প্রযুক্তিতে চলবে তারহীন সেন্সর এবং অন্যান্য যোগাযোগ যন্ত্রে ব্যবহৃত চিপও। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, শক্তি সঞ্চারী এ ডিভাইসটি তৈরি করেছেন জর্জিয়া টেক স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর গবেষকরা।
জানা গেছে, এ ডিভাইসটি জুতার সঙ্গেও বেঁধে রাখা যায়। এটি নিজে থেকেই চালু হতে পারে এমনকি অন্য কোনো যন্ত্রের সাহায্যেও এ ডিভাইসটি চালানো যায়।
এ প্রকল্পের গবেষক ম্যানস টেন্টজেরিস জানিয়েছেন, আমাদের চারপাশেই অনেক বিদ্যুৎ-চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ছড়িয়ে আছে। কেবল তাদের ধরতে পারাটাই বড়ো কথা। যদি সৌরশক্তি বা ব্যাটারিতে মোবাইল বা কোনো ডিভাইস চার্জ করা সম্ভব না হয় তখন বাতাসের শক্তি থেকে ডিভাইসটি চালানো যাবে।
গবেষকরা জানিয়েছেন, পুরো পদ্ধতিটি তারবিহীনভাবেও কাজ করতে পারে।
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, বাতাস থেকে শক্তি আহরণ করেই চলবে মোবাইল ফোন। শুধু মোবাইলের ব্যাটারিই বাতাসে চার্জ হবে না একই প্রযুক্তিতে চলবে তারহীন সেন্সর এবং অন্যান্য যোগাযোগ যন্ত্রে ব্যবহৃত চিপও। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, শক্তি সঞ্চারী এ ডিভাইসটি তৈরি করেছেন জর্জিয়া টেক স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর গবেষকরা।
জানা গেছে, এ ডিভাইসটি জুতার সঙ্গেও বেঁধে রাখা যায়। এটি নিজে থেকেই চালু হতে পারে এমনকি অন্য কোনো যন্ত্রের সাহায্যেও এ ডিভাইসটি চালানো যায়।
এ প্রকল্পের গবেষক ম্যানস টেন্টজেরিস জানিয়েছেন, আমাদের চারপাশেই অনেক বিদ্যুৎ-চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ছড়িয়ে আছে। কেবল তাদের ধরতে পারাটাই বড়ো কথা। যদি সৌরশক্তি বা ব্যাটারিতে মোবাইল বা কোনো ডিভাইস চার্জ করা সম্ভব না হয় তখন বাতাসের শক্তি থেকে ডিভাইসটি চালানো যাবে।
গবেষকরা জানিয়েছেন, পুরো পদ্ধতিটি তারবিহীনভাবেও কাজ করতে পারে।







0 comments:
Post a Comment