কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Sunday, August 7, 2011

জিমেইল ফোনকলে যুক্ত হল ৩৮টি ভাষা,কমানো হয়েছে খরচও


Cox's bazarTutorial:
জিমেইল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইন্তারনেটে ফোন খরচ কমিয়েছে। একই সঙ্গে জিমেইল তাদের এ ফিচারে যোগ করেছে ৩৮টি নতুন ভাষা।
গত বছরের আগস্টে প্রথম ই-মেইল থেকে ফোনকলের সেবা চালু করেছিল জিমেইল।প্রাথমিক ভাবে সে সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় বিনা মূল্যে ফোন করার সুবিধাটি চালু করা হয়। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশেও স্বল্পমূল্যে ফোন কল করার সুবিধা চালু হয়।
গুগলের পণ্য ব্যবস্থাপক পিয়েরে লিবিউ জানান, যুক্তরাজ্যের যেকোনো নম্বরে জিমেইল থেকে প্রতি মিনিট ১০ সেন্ট, জার্মানি ও ফ্রান্সে প্রতি মিনিট ২ সেন্ট এবং চীন ও ভারতের যেকোনো ফোনে কল করার জন্য মাত্র ২ সেন্ট ফি নির্ধারণ করা হয়েছে।এই হিসেবে দেখা যায় প্রতিটি কলের ক্ষেত্রেই আগের চেয়ে অনেক কম দাম নির্ধারণ করা হয়েছে। জিমেইলে লগ ইন করে যেকোনো ব্যবহারকারী সহজেই বিশ্বের যেকোনো দেশে ফোন করতে পারেন।বাংলাদেশ থেকেও সুবিধটি উপভোগ করা যাবে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites