হ্যালো-টূডে নিউজঃসম্প্রতি ব্যবহারকারীদের একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক।আর এরই ধারাবাহিকতায় ফেসবুকে এবার আসছে ‘পিপ’ এবং ‘ভাইবস’ নামের দুটি মিউজিক সার্ভিস। ‘পিপ’ অংশটি ভিডিও কল মিউজিকের সঙ্গে জড়িত। কিন্তু ‘ভাইবস’ অংশটি অডিও মিউজিক সার্ভিসই নির্দেশ করে। উল্লেখ্য থাকে যে,ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ভিডিও চ্যাট সার্ভিসটি চালু করেছে। এই সার্ভিসটি চালুর সপ্তাহ না পেরোতেই ফেসবুকে মিউজিক সার্ভিসটি সংযোজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।অবশ্য, ফেসবুক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।তবে অল্প কিছু দিনের মধ্যে জানাবে বলে আশা করা যাচ্ছে।মুলত ফেসবুক সফটওয়্যার ডেভেলপার এবং গবেষক জেফ রোজ ফেসবুকের কোড ঘেঁটে এই তথ্য উদ্ধার করেছেন।‘ভাইবস’ অ্যাপ্লিকেশনটিতে তিনি মিউজিক ডাউনলোড ডায়ালগ বক্স খুঁজে পেয়েছেন। আর এ বিষয়টিই ফেসবুকে মিউজিক সার্ভিস আসছে এ কথা নিশ্চিত করেন।







0 comments:
Post a Comment