কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Thursday, July 14, 2011

বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইটগুলোর ৫১% এরই রয়েছে ফেইসবুক,টুইটার লিঙ্ক

Cox's bazarTutorial

সম্প্রতি সারা: বিশ্বের ১০০০০ সেরা ওয়েবসাইটের মধ্যে একটি জরিপ চালানো হয়।এ জরিপে দেখা যায় শতকরা ৫১% ওয়েবসাইটের হোম পেইজে ফেইসবুক ও টুইটারের লিঙ্ক আছে।
প্রযুক্তি বিশ্ব এখন অনেক আধুনিক।মানুষ এখন আর ওয়েবসাইট ঘেটে ঘেটে তথ্য চায় না,এর বদলে তারা যদি তাদের সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট গুলোয় এই তথ্য পেয়ে যায় তাহলে কষ্ট অনেক কমে যায়।একারনে ফেইসবুকের এই বিশালতা।আবার গুগল ও নিয়ে আসছে +১ ব্যবস্থা।
বাটন এখন যতটা জনপ্রিয় কোনো কালেই এতটা ছিল না।জরিপে দেখা যায় ৪৭% কোম্পানি তাদের হোম পেইজে ফেইসবুকের লিংক দেয়,৪২% এর লিঙ্ক আছে টুইটারের,নতুন গুগলের +১ লিঙ্ক আছে ৪%,যদিও এর বৃদ্ধির হার ৩৩%।১৭% কোম্পানীর আছে ইউটিউব লিঙ্ক।
আরেকটি জরিপে দেখা গিয়েছে যে ফেইসবুকের বিজ্ঞাপন আয় বেড়েছে ২৮০% আর এর ইম্প্রেশন বেড়েছে ২০০%।এটা এ কারনে যে এখন মানুষ এই সোস্যাল নেটওয়ার্ক সাইটে অনেক বেশি সময় ব্যয় করে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites