কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Tuesday, November 30, 2010

দেখুন ফোল্ডার এর যাদু

কম্পিউটারের সিস্টেমের সেটিংয়ের পরিবর্তনের জন্য আমরা প্রায়ই কন্ট্রোল প্যানেলের সাহায্য নিয়ে থাকি। আমরা সাধারনত Start/settings/control panel এ গিয়ে অথবা উইন্ডোজ এক্সপ্লোয়ার এ গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে থাকি। এতে আমাদের অনেক সময় ব্যয় হয়। যারা সময়প্রেমী মানুষ এবং সময়ের মূল্য দিতে চান তারা প্রত্যেকেই চায় তারাতারি কাজ করতে আর আপনার এই সময়যাতে ব্যয় না হয় সেজন্য আপনি কম্পিউটারের ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করুন । এবার New Folder এ ক্লিক করুন। ডেস্কটপে New Folder তৈরী হলে Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} লিখে রিনেইম করুন এবং এন্টার দিন। দেখবেন New Folder এর আইকন পরিবর্তন হয়ে Control Panel হয়ে গেছে । এখন আপনি এটার উপরে ক্লিক করে দ্রুত কাজ করতে পারেন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites