কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Tuesday, November 23, 2010

আমার কম্পিউটার অটোমেটিক কেন রিস্টার্ট হই ?



যদি কোন কিছু ডাউনলোড করার পরে বা কোন ই-মেল ওপেন করার পরে কম্পিউটার শাট ডাউন হয়ে যায় তাহলে ধরে নিতে হবে আপনার কম্পিউটারের বুটিং সিস্টেমে ভাইরাস আছে তার ফলেই বার বার কম্পিউটার রিস্টার্ট হচ্ছে৷ এ ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার কে সেফ মোডে রেখে চালু করুন৷ এবং ডাউনলোড করা ফাইলকে ডিলিট করে দিন৷ অথবা আপনি সিস্টেমকে disabled antivirus mode এ চালু করুন৷ আর ইনফেক্টেড ডাউনলোড ফাইলকে ডিলিত করে দিন৷ আর সব থ্কে শেষ উপায় হল আপনার সিস্টেমকে ফরম্যাট করুন আর তাতে আবার ওপারেটিং সিস্টেম ইন্সটল করুন৷ ওবার হিটিং সিচুয়েশনের জন্য ও কখনো কখনো এই সমস্যা হয়ে থাকে৷ I tunes, Real Player, Windows Media player ইত্যাদির জন্য অনেক বেশী পরিমানে প্রসেসিং পাওয়ার দরকার যার ফলে হার্ডড্রাইভ উত্তপ্ত হয়ে ওঠে৷ পাওয়ার কম থাকলেও অনেক ক্ষেত্র্রে সিস্টেম রিস্টার্ট হওয়ার ঘটনা ঘটে থাকে এব অং তা কিছুক্ষণ পরপর ই হতে থাকে৷ পাওয়ার সাপ্লাইয়ের Switching out খুব কঠিন কোন কাজ নয়৷ আপনার সিস্টেম টার্ণ অফ করুন, সিপিইউ খুলে মাদারবোর্ড থেকে পাওয়ার কেবেল ডিসকানেক্ট করে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন৷ এঅবং এই পদ্ধতি পুনরায় অনুসরন করুন নতুন পাওয়ার সাপ

1 comments:

আমার পোষ্ট টা যদি আপনার ভাল লাগে , তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites