আপনি কি চান আপনার কম্পিউটার নির্দিষ্ট সময়ে বন্ধ হউক , মনে করেন আপনার ১টা দেস্কটপ কম্পিউটার আছে বা ল্যাপটপ ! এখন আপনি যাদি ১/২ ঘন্টার একটা ফ্লিম বা নাটক আপনার কম্পিউটারে দেখতে চান শুয়ে শুয়ে তাহলে খুব মজা তাই না , আবার আপনার নাটক দেখার পরে হইত আপনার বিছানা থেকে যেয়ে আপনার কম্পিউটার টা বন্ধ করতে মনে ছাইবে না , এখন যদি আপনি বিছানা থেকে না উটে এমনেই যদি কম্পিউটার টা বন্ধ হয়ে যাই তাহলে আপনার কেমন লাগবে ? আপনার কথামত চলবে কম্পিউটার ? তাহলে, আপনাকে নিচের সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। ইন্সটল ও লাগবে না। শুধু ওপেন করে টাইম দিয়ে দেবেন। সেই টাইম অনুযায়ী এটা বন্ধ হয়ে যাবে।
আপনি চান ২ ঘন্টা ২ মিনিট ২ সেকেন্ড পর কম্পিউটার বন্ধ করতে তাহলে, ঘন্টার স্থানে ২ মিনিটের স্থানে ২ এবং সেকেন্ডের স্থানে ২ দিয়ে স্টার্ট -এ ক্লিক দেন।
দেখবেন ঠিকই ২ ঘন্টা ২ মিনিট ২ সেকেন্ড পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটা অনেক কাজে ব্যবহার করা যায় কিন্তু।
অনেক সময় দেখা যায় অবাঞ্চিত কেউ কম্পিউটার ইউজ করছে। তখন তার চোখকে ফাকি দিয়ে এটার টাইম সেট করে দিলেন। অমনি সেটা সময়মত বন্ধ হয়ে যাবে।
তাহলে, আর দেরী কেন? এক্ষুনি এটা ডাউনলোড করে নেন। নিচের লিঙ্ক থেকে।
সফটের সাইজ খুব ছোট্ট। মাত্র ১১৬ কেবি।
ডাউনলোডের ঠিকানা
কম্পিউটার স্টপ সফটওয়্যার







1 comments:
খুব মজার টিপস
Post a Comment