কক্সবাজার টিউটোরিয়াল ডট টিকে::..জেলার সর্ব প্রথম টিউটোরিয়াল ব্লগ । ক'জন তরুন নিয়ে আমাদের এই ব্লগটির সুচনা ।প্রতিদিনের আপডেট পেতে হলে ব্রাউজ করুন WWW.COXSBAZARTUTORIAL.TK | বিশ্বের টপ টেন নেটবুক! ফেইসবুকের প্রাইভেসিতে পরিবর্তন আসছে আগামী সপ্তাহেই

Thursday, November 18, 2010

মুছে ফেলুন স্টার্টমেনু থেকে “All Programs” অপশন


জাহাঙ্গির আলম ২০১০

সাধারণতঃ আমাদের যখন কোন প্রোগাম রান করার প্রয়োজন হয় তখন আমরা স্টার্টমেনু্র All Programs-এর উপর যাই এবং তারপর সেখান থেকে যে প্রোগাম রান করার প্রয়োজন সেটির উপর ক্লিক করে রান করিকারণ আমরা সকলেই জানি কোন প্রোগামস ইনস্টল হওয়ার পর সেটি স্টার্টমেনু্র All Programs-এর ভেতর সয়ংক্রিয়ভাবে ঢুকে যায় আপনি যদি চান স্টার্টমেনু থেকে “All Programs” অপশনটি মুছে ফেলে অনভিজ্ঞ কাউকে ভড়কে দিতে পারেন কিংবা কোন ইউজারের কাজকে নিয়ন্ত্রণ করতে পারেনআর এটা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-


প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুনRegistry Editor Open হবে
এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer অথবা, HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer যান
এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন এবং ভ্যালু নাম-
NoStartMenuMorePrograms,
ডাটা টাইপ-REG_DWORD (DWORD Value), ভ্যালু ডাটা-(0 = default, 1 = disable অর্থা “All Programs” অপশন মুছে দিতে ভ্যালু ডাটা 1 এবং আগের অবস্থায় আনতে চাইলে ভ্যালু ডাটা 0 ) দিয়ে Modify করুন

ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন
এবার থেকে স্টার্টমেনু্র উপর গেলে “All Programs” অপশনটি আর প্রদর্শিত হবে না
ধন্যবাদ  জাহাঙ্গির আলম
আজমান আরব আমিরাত  
মোবাইল ঃ৯৭১৫০৮৬৩৫৯৭৫
ওয়েব www.zahangircox.tk 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites